মাদ্রিদ ওপেনের ফাইনালে শিরোপা জিতলেন ১৯ বছর বয়সী আলকারেজ

অনলাইন ডেস্ক, ৯ মে।। জাদুকরীর এক সপ্তাহ কাটল স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজের। রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচকে হারিয়ে বিশ্বকে চমকে দেন তিনি।

এবার মাদ্রিদ ওপেনের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলেক্সান্দার জাভেরভকে হারিয়ে শিরোপা জিতলেন ১৯ বছর বয়সী তারকা। দুই নম্বর বাছাই জার্মান তারকাকে ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন আলকারেজ।

এর আগে গত দুই ম্যাচে নাদাল ও জকোভিচকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি। এটি তার দ্বিতীয় মাস্টার্স ১০০০ শিরোপা। এর আগে গত মাসে মিয়ামি জয় করেন আলকারেজ। আর এই বছরে এটি তার চতুর্থ শিরোপা। চলতি মাসে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনের আগে র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠলেন এই স্প্যানিয়ার্ড।

এর আগে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লে কোর্টে রেকর্ড ২১ গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল ও ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচকে পরপর টানা দুইদিনে হারান আলকারেজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *