ইসরায়েলের মধ্য শহর ইলাদে সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক, ৬ মে।। ইসরায়েলের মধ্য শহর ইলাদে সন্দেহজনক সন্ত্রাসী হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির গণমাধ্যম জানায়, ছুরি ও কুড়াল নিয়ে দুজন হামলাকারী পার্কের পথচারীদের লক্ষ্য করে হামলা চালায়।

সন্দেহভাজন এই দুই ব্যক্তিকে খুঁজতে পুলিশ রাস্তা অবরোধ করে যানবাহনে তল্লাশি চালাচ্ছে। ইসরায়লের স্বাধীনতা দিবসের ছুটিরে দিনে এই \ঘটনা ঘটল।

এক স্বেচ্ছাসেবী চিকিৎসক জানিয়েছেন, এই ঘটনা আমাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে থাকবে।

হামলার শিকার ব্যক্তিরা কেবল সতেজ নিশ্বাস নিতে পার্কে এসেছিল। কিন্তু তাদের জীবন গেল খুব খারাপভাবে।

এই ঘটনার পর নিরাপত্তার দিকে নজর দিচ্ছে ইলাদের স্থানীয়রা। শহরটির কর্তৃপক্ষ অধিবাসীদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে।

এই শহরের অধিকাংশ জনগণ আল্ট্রা-অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের সদস্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *