অনলাইন ডেস্ক, ৪মে।। ভিয়ারিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে ফিরতি লেগে লিভারপুলের হয়ে শেষ গোলটি করেন সাদিও মানে। এই গোলে চেলসির সাবেক ইংলিশ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এক রেকর্ডে ভাগ বসালেন সেনেগালিজ ফরোয়ার্ড।
লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করলেন মানে। ইংলিশ কোনো ক্লাবের হয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় হিসেবে আগের রেকর্ডটি ছিল ল্যাম্পার্ডের। আরেকটি গোল করলে রেকর্ডটি নিজের করে নেবেন মানে।
ভিয়ারিয়ালের মাঠে দ্বিতীয় লেগে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে ৩-২ ব্যবধানে জিতেছে লিভারপুল। এর আগে প্রথম লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-০ গোলে জিতেছিল অলরেডরা।
দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে পঞ্চম মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল ইংলিশ জায়ান্টরা। এই তিনবারই লিভারপুল ফাইনালে উঠল কোচ ইউর্গেন ক্লপের অধীনে।
Sadio Mané ⚽️ = Frank Lampard ⚽️ pic.twitter.com/gP39KZuKF7
— GOAL Africa (@GOALAfrica) May 3, 2022