অনলাইন ডেস্ক, ৪মে।। চীনের মধ্যাঞ্চলে হুনান প্রদেশের একটি বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুইজন নিহত হয়েছে। ভবন ধসের ঘটনায় উদ্ধার অভিযান শুরুর চার দিন পর তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এখনো ভবনটিতে অনেকেই নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান চলছে।
আল–জাজিরা জানায়, হুনান প্রদেশের চাংসা শহরের ওই বাণিজ্যিক ভবনটিতে অ্যাপার্টমেন্ট, একটি হোটেল ও একটি সিনেমা হল আছে। গত শুক্রবার ভবনটি ধসে পড়লে, শত শত জরুরি কর্মী উদ্ধার অভিযানে অংশ নেয়।
ধসে যাওয়া ভবনটি মঙ্গলবারের মধ্যে চ্যাপ্টা আকার ধারণ করে। ভবনটির ধ্বংসাবশেষ ও ভেঙে যাওয়া কংক্রিটের বিমগুলো মিলে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
পিপলস ডেইলিতে প্রকাশিত একটি ভিডিওতে ইমার্জেন্সি রেসপন্স বিশেষজ্ঞ লিয়াং বুগে বলেছেন, দুই ভুক্তভোগীর জীবনের কোন লক্ষণ দেখায়নি। তিনি বলেন, আমরা তাদের ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করেছি, কিন্তু ভারী বস্তুর নিচে চাপা পড়ায় সেটি সম্ভব হয়নি।
এর আগে ধ্বংসস্তূপ থেকে একজন মহিলাকে জীবিত অবস্থায় বের করা সম্ভব হয়েছিল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে একটি অলৌকিক ঘটনা বলে প্রশংসা করেছিল।