অনলাইন ডেস্ক,৩ মে।। করোনাভাইরাসের কারণে গত দুই বছর দেশের মানুষের ঈদ কেটেছে নিরানন্দে। তবে এবার বিপুল উৎসাহে ঈদের আনন্দ ভাগাভাগি করছে সবাই।
মঙ্গলবার করোনা মহামারিমুক্ত পরিবেশে বিধিনিষেধ ছাড়াই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
একদিন আগে ঈদ উদ্যাপিত হয়েছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশে। ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন মুসলিম ধর্মাবলম্বী প্রায় সব ক্রীড়া ব্যক্তিত্বরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
বিশ্বের সকল মুসলিমকে ঈদ মোবারক জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ৩৪ বছর বয়সী তারকা সোমবার তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও পোস্ট করে লেখেন, ‘বিশ্বের সকল মুসলিমদের ঈদ মোবারক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ।’
https://twitter.com/Benzema/status/1521140409883402241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1521140409883402241%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Fsports%2F2022%2F05%2F03%2F358566