প্রধানমন্ত্রী মোদি সহ রাষ্ট্রপতি রামনাথ দেশবাসীকে জানালেন ঈদের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ৩ মে।। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঈদের প্রাক্কালে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে তিনি বলেন, ‘’রমযান মাস শেষ হওয়ায় ইদ-উল-ফিতর উদযাপিত হয়।এই উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্য ও খাদ্যশস্য বিতরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই উৎসব মানুষকে একটি সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী সমাজ গঠনে সচেষ্ট হতে অনুপ্রাণিত করে”

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঈদের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানান। মোদি নিজের শুভেচ্ছা বার্তায় বলেন ” সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই শুভ অনুষ্ঠানটি আমাদের সমাজে ঐক্য ও ভাতৃত্বের চেতনা কে বাড়িয়ে তুলুক।
সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।’”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *