৭ বছর পর আবার পর্দায় হাজির হচ্ছেন অমর জুটি

অনলাইন ডেস্ক, ৩ মে।। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কিংবা কুছ কুছ হোতা হ্যায় সিনেমার শাহরুখ খান ও কাজলের জুটি শুধু সাড়া জাগিয়েছিল তা নয়, এই জুটি আজও উজ্জ্বল তাদের ভক্তদের মনে। সবশেষ ২০১৫ সালে মুক্তি পাওয়া দিলওয়ালে-তে জুটি বেঁধেছিলেন শাহরুখ-কাজল। ৭ বছর পর আরেকবার পর্দায় হাজির হচ্ছেন দর্শকমনের অমর এই জুটি। এমনটাই জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

এবার নাকি রকি অওর রানি কি প্রেম কাহানি সিনেমায় দেখা যাবে এই জুটিকে। করণ জোহর পরিচালিত এই সিনেমায় মূল ভূমিকায় রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এতে শাহরুখ ও কাজলকে একটি গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা যাবে। শোনা যাচ্ছে শিগগিরই মুম্বাইয়ে এই সিনেমার জন্য শুটিং করবেন শাহরুখ-কাজল।

করণের সঙ্গে একাধিক সফল সিনেমা করেছেন শাহরুখ-কাজল। এমনকি পরিচালক হিসেবে তার প্রথম সিনেমা কুছ কুছ হোতা হ্যায়-তে মুখ্য ভূমিকায় ছিলেন এই দুই তারকা। এরপর কাভি খুশি কাভি গাম, মাই নেম ইজ খান-এর মতো সফল সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন তারা।

অন্যদিকে রকি অওর রানি কি প্রেম কাহানি-তে রণবীর ও আলিয়া ছাড়াও ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চনকে দেখা যাবে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *