অনলাইন ডেস্ক, ৩ মে।। কোচ রাল্ফ রাংনিকের অধীনে ঘরের মাঠে সবচেয়ে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।
ঘরের মাঠে এটাই ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাংনিকের শেষ ম্যাচ। লিগে তার শিষ্যদের আর মাত্র ২ ম্যাচ বাকি।দুই ম্যাচই ইউনাইটেড খেলবে প্রতিপক্ষের মাঠে।
ব্রেন্টফোর্ডে বিপক্ষে ম্যাচের মাত্র ৯ম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। অ্যান্থনি এলাঙ্গার পাসে জাল খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার। এ নিয়ে ইউনাইটেডের হয়ে ৫০তম গোল পেলেন ব্রুনো।
৬১তম মিনিটে পেনাল্টি থেকে দলের ব্যবধান করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৭২তম মিনিটে ইউনাইটেডের তৃতীয় গোলটি করেন রাফায়েল ভারানে। রেড ডেভিলদের হয়ে এটি ফরাসি ডিফেন্ডারের প্রথম গোল।
এই জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে আছে রাংনিকের শিষ্যরা। তবে পরের দুই ম্যাচে জিতলেও সেরা চারের আশা ক্ষীণ রোনালদোর। ৩৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে ব্রেন্টফোর্ড।