বিশ্বের বৃহত্তম হুইস্কির বোতল ‘দা ইন্ট্রোপিড’নিলামে উঠতে যাচ্ছে

অনলাইন ডেস্ক, ২মে।। বিশ্বের বৃহত্তম হুইস্কির বোতল ‘দা ইন্ট্রোপিড’নিলামে উঠতে যাচ্ছে। দাম ২০ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৪২৯ টাকা।

আগামী ২৫মে ‘দা ইন্ট্রোপিড’ নামে ৩১১ লিটার হুইস্কির বোতলের নিলাম হতে চলেছে। ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা এই হুইস্কির বোতলের নিলামের দায়িত্বে রয়েছে এডিনবার্গের একটি নিলাম সংস্থা।

বিশ্ব রেকর্ড বলছে, এখনো পর্যন্ত এটিই সবচেয়ে বেশি দামের হুইস্কির বোতল। প্রায় ৩২ বছরের পুরোনো এই মল্ট স্কচের বোতলটি বিশ্বের অন্যতম সেরা স্বাদের পানীয়। বিশ্বের অন্যতম বৃহৎ এই হুইস্কির বোতলটি এত দিন রাখা ছিল ম্যাককালান ডিস্টেলারিতে। নিলামের মাধ্যমে এই মল্ট স্কচের মালিক হতে চলেছেন অন্য কেউ।

ম্যাকালানের কাস্কে এই হুইস্কির বোতল রাখা ছিল। মোট ১২টি বোতলে ভরা হয়েছিল এটি। প্রতিটি বোতলেই একই রকম নকশা আঁকা ছিল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *