অনলাইন ডেস্ক, ২মে।। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে তিন হারের পর জয়ে ফিরল বার্সেলোনা। ক্যাম্প ন্যুয়ে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।
এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দুইয়ে ফিরল বার্সা। ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। তিনে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৬৪। ৬১ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেতিকো মাদ্রিদ।
৮১ পয়েন্ট নিয়ে আগেরদিন চলতি মৌসুমের লা লিগা নিশ্চিত করে ফেলেছে বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। লিগে চার দলের বাকি আছে আর চার ম্যাচ করে।
ঘরের মাটিতে বার্সা কখনো টানা চার ম্যাচ হারেনি। মেমফিস ডিপাই ও সার্জিও বুসকেটসের গোলে সেই ইতিহাস টিকিয়ে রাখল জাভির দল।
২৫তম মিনিটে জর্দি আলবার দূরপাল্লার পাসে বল পেয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ডিপাই। চলতি লা লিগায় ডাচ ফরোয়ার্ডের এটি ১১তম গোল। এরপর ৫৩তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নিচু শটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন বুসকেটস।
নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে মায়োর্কার হয়ে একটি গোল শোধ করেন আন্তনিও রাইলো। তবে বাকি সময় সামাল দিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।