স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৯ এপ্রিল।। নিজের স্কুল থেকে ১০টি ল্যাপটপ চুরি করে পুলিশের জালে মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় মুড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে হানা দিয়ে চুরি করা হয় ১০টি ল্যাপটপ।
শুক্রবার সকালে ঘটনা জানাজানি হতেই সন্দেহভাজন এক ছাত্রকে আটক করা হয়। সে জঙ্গল থেকে বস্তাবন্দি ল্যাপটপ বের করে দেয়। পুলিশের জিজ্ঞাবাদে ওই ছাত্র জানায় রাত ২ টায় স্কুলের দরজা ভেঙে ল্যাপটপ চুরি করেছে সে। অভিযুক্ত ছাত্র আবার এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে।
একাংশ মানুষ তার কঠোর শাস্তি দাবী করছে। আরেকটি অংশ ছাত্রের ভবিষ্যতের কথা ভেবে যাতে তাকে মার্জিত করে দেওয়া হয়। এখন দেখার পুলিশ কোন পথে অগ্রসর হয়।