স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৯ এপ্রিল।। খাস জমি দখল ঘিরে রক্তারক্তি, আহত ৫জন। ঘটনা বিশালগড় রামছড়া এলাকায়। সংবাদ সূত্রে জানা গেছে, বিশালগড় রামছড়া এলাকায় নগেন্দ্র শীলের ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা খাস জমি দখল করতে যায়। তারা জমির মাটি কাটতে শুরু করলে এলাকার কয়েকজন তাতে বাধা দেন। তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তাতে বাধাদানকারীদের মধ্যে ৫ জন আহত হন।
আহতরা হলেন নির্মল বিশ্বাস, অজিত কর্মকার, তারামন কর্মকার, রামু কর্মকার ও শ্যামল। আহতদের হাসপাতালে নবীয়া যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ যায়। এব্যাপারে বিশালগড় থানায় একটি মামলা নেয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে। এলাকার শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনের থেকে আবেদন জানানো হয়েছে।