টাকার জন্যই নৃশংসভাবে খুন হয়েছিলেন অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী, গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার, কলমচৌড়া, ২৯ এপ্রিল।। টাকার জন্যই নৃশংসভাবে খুন হয়েছিলেন অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী!আগরতলা শহরের অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী কৃপেশ চন্দ্র দেব হত্যা মামলায় একে একে গ্রেফতার তিন জন।

বৃহস্পতিবার কলমচৌড়া থানার পুলিশ মামলার মূল অভিযুক্ত আপন বর্মণকে গ্রেফতার করেছিল। তাকে জেরা করে বেরিয়ে আসে আরও দুই সহযোগী প্রসেনজিৎ দাস, তনু দাসের নাম। তাদের বাড়িও বক্সনগরে। তাই এই মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। তাদের পরে আমতলি থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

বাধারঘাট শ্রীপল্লী এলাকার অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী কৃপেশ চন্দ্র দেব মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। টাকা দেওয়ার কথা বলে সহকর্মী আপন বর্মন তাকে স্কুটি দিয়ে বাড়ির সামনে থেকে নিয়ে যান। তারপর বুধবার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় কর্মী কৃপেশ চন্দ্র দেব এর কলমচৌড়ায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *