স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৯ এপ্রিল।। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত কাপড় ব্যবসায়ী। ঘটনা কৈলাসহর টিলাবাজারে। সংবাদ সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত বৃহস্পতিবার রাতে কৈলাসহর টিলাবাজারে টাকা সংগ্রহ করতে এসেছিলেন কাপড় ব্যবসায়ী ইব্রাহিম আলী।
টাকা নিয়ে ফেরার পথে তাকে আটকায় অভিযুক্ত নজরুল আলী। কোনও একটি বিষয় নিয়ে দু’জনের ঝগড়া হয়। এরই মধ্যে নজরুল আলী এবং তার ভাই জায়েদ আলী হামলে পড়ে ইব্রাহিম আলীর উপর। তাকে ধারালো অস্ত্র দিয়ে তিনবার আঘাত করা হয়।
আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি কাজে হয়েছে। পুলিশ একটি মামলা নিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়ে পড়েছে। পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত হাওয়ায় পুলিশ চাইছে বিষয়টি নিজেদের মধ্যে মিটমাট করে নিতে।