স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ এপ্রিল।। মানিক সরকার, মানিক দে, বাদল চৌধুরী, শংকর প্রসাদ দত্ত সহ এক ঝাঁক বাম নেতাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে কিনা তা নির্ধারিত হবে আদালতের আগামী শুনানিতে।
২০২০ সালে কোভিড পরিস্থিতিতে শহরে বামেদের বিক্ষোভ কর্মসূচির জেরে পুলিশের তরফে নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পূর্ব শুনানিতে অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতের কাছে আবেদন করেছিলেন সেই মামলা যেন খারিজ করা হয়। কারণ পুলিশ তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার কোনও ভিত্তি নেই। তাদের সেই আবেদনের ওপর শুক্রবার আদালতে শুনানি হয়। সরকার পক্ষ এবং অভিযুক্তদের পক্ষের আইনজীবী সাওয়াল-জাওয়াব করেন।
আদালত এদিনের শুনানিতে নতুন কোনও নির্দেশ দেয়নি। তবে জানিয়ে দিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হবে কিনা তা আগামী শুনানিতে জানিয়ে দেওয়া হবে। শুনানি সম্পর্কে এই তথ্য জানিয়েছেন বাম নেতাদের পক্ষের আইনজীবী।