অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল।। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভে রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সেন্ট্রাল শেভচেঙ্কো এলাকায় দুটি বিস্ফোরণ হয়েছে। এতে আহত তিনজনকে হাসপাতালে নিতে হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। খবর বিবিসির।
শহরটির উত্তর পশ্চিমে একটি এলাকায় জাতিসংঘ মহাসচিব যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবনের সামনে দাঁড়িয়ে সংবাদকর্মীদের ব্রিফিং করেন।
তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে কিংবা যুদ্ধ অবসানে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, এটা পরিষ্কার যে নিজের ক্ষমতাকে ব্যবহার করে নিরাপত্তা পরিষদ যুদ্ধ প্রতিরোধ বা অবসান করতে পারেনি।
পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মূলত বৈশ্বিক নিরাপত্তা ও শান্তিরক্ষায় কাজ করে। তবে এ পরিষদ এখন ব্যাপক সমালোচনার মুখে। এমনকি ইউক্রেন সরকারও এর ভূমিকা নিয়ে সমালোচনা করেছে।
রাশিয়া নিজেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ইউক্রেন বিষয়ে আনা এক প্রস্তাবে ইতিমধ্যেই দেশটি ভেটো দিয়েছে।
অ্যান্তনিও গুতেরেস বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন।
জাতিসংঘ মহাসচিব ইউক্রেনের বেশ কিছু শহর পরিদর্শন করেছেন যেগুলোতে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে বলে দাবি ইউক্রেনের। তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।