অনলাইন ডেস্ক, ২৯ এপ্রিল।। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একদিনের সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থেকে ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এটি ছিল জয়শঙ্করের তৃতীয় ঢাকা সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকায় আসেন জয়শঙ্কর। কর্মসূচির শুরুতে জয়শঙ্কর বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যাকে নয়া দিল্লি সফরের আমন্ত্রণ জানান।
এরপর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোমেন-জয়শঙ্কর।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস বলেন, করোনায় থমকে যাওয়া উভয় দেশের মধ্যে যোগাযোগ, কানেকটিভিটি ও অর্থনৈতিক সহযোগিতাসহ নিয়মিত বৈঠকগুলো আরও জোরদার হবে।