অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ইউক্রেন ইস্যুতে সোমবার এক হাইভোল্টেজ বৈঠক ডাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। জানা গিয়েছে, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
কেন্দ্রীয় সূত্রের খবর, এবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেণ রিজিজু এবং ভি কে সিং ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনতে বিশেষ দূত হিসেবে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পড়ুয়া সহ প্রায় ২০,০ ভারতীয় নাগরিককে সরিয়ে নেওয়ার প্রয়োজন ছিল। ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সরকার ইউক্রেন এবং পরে তার প্রতিবেশী দেশগুলিতে বিশেষ ফ্লাইট চালু করেছে।
সূত্র মারফত খবর, বিগত কয়েকদিনে এয়ার ইন্ডিয়ার পাঁচটি ইভাকুয়েশন ফ্লাইট ১,১৫৬ জন ভারতীয় নাগরিককে দিল্লি ও মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। পঞ্চম ফ্লাইটটি সোমবার রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে ২৪৯ জন ভারতীয়কে নিয়ে দিল্লি ফিরছে।এদিকে ইউক্রেনে আটকে থাকা পড়ুয়ারা খাদ্য ও জলের সরবরাহ হ্রাস হওয়ায় বাঙ্কারগুলি থেকে বেরিয়ে আসে।
পড়ুয়ারা পোল্যান্ডের সীমান্তে আটকা পড়েছে, যার ফলে ভারতীয় কর্তৃপক্ষ পশ্চিম ইউক্রেনের একটি শহর উঝহোরোদ থেকে হাঙ্গেরীয় রাজধানী বুদাপেস্ট পর্যন্ত একটি বিকল্প ট্রেন রুটের দিকে নজর দিয়েছে।