অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। স্বস্তি নিয়ে চতুর্থদিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে সমতায় ফিরতে তাদের দরকার ৬ উইকেট। অন্যদিকে ম্যাচ বাঁচাতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে নিউজিল্যান্ডকে। জয়ের জন্য স্বাগতিকদের দরকার আরও ৩৩২ রান। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে বসেছে কিউইরা।
স্বাগতিকদের ভরসা হয়ে আছেন ডেভন কনওয়ে (৬০)। উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে (১) নিয়ে পঞ্চম ও শেষদিন শুরু করবেন তিনি।নিউজিল্যান্ডের অন্য চার ব্যাটারদের একজনও দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি।
শুরুতে কাগিসো রাবাদার জোড়া শিকারের পর দিনের শেষ দুই উইকেট তুলে নেন কেশব মহারাজ। ৫ উইকেটে ১৪০ রান নিয়ে দিন শুরু করা দ. আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৫৪ রান নিয়ে। তাতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২৬ রান। সফরকারীদের রান পাহাড়ে পৌঁছে দেন কাইল ভেরেইন।
টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন এই উইকেটরক্ষক।উইয়ান মুলদারকে নিয়ে ব্যক্তিগত ২২ রানে দিন শুরু করে ১৮৭ বলে ১৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি। সেঞ্চুরির পথে মুলদার (৩৫) ও রাবাদার (৪৭) সঙ্গে সমান ৭৮ রানের জুটি গড়েন ভেরেইন। ক্রাইস্টচার্চে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। দ. আফ্রিকা হেরেছিল ইনিংস ব্যবধানে।