অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন মিডল-অর্ডার ব্যাটার ইফতিখার আহমেদ ও পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ মার্চ থেকে, রাওয়ালপিন্ডিতে।
চোটের কারণে ছিটকে গেছেন ফাহিম আশরাফ ও হাসান আলী। তাদের পরিবর্তে জায়গা পেলেন ইফতিখার ও ওয়াসিম। ইসলামাবাদে পৌঁছার পর তারা টিম হোটেলে তিন দিনের আইসোলেশনে থাকবেন।
এরপর কভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এলে স্কোয়াডের সঙ্গে দেবেন। ১২ মার্চ থেকে করাচিতে হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ফাহিম ও হাসান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। যদি চোট থেকে সেরে ওঠেন তবে তিন দিনের বাধ্যতামূলক আইসোলেশন শেষ করে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন।
পাকিস্তানের হালনাগাদ করা স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নওমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।