ধর্ষণের অভিযোগে তেলিয়ামুড়া থানার পুলিশ গ্রেফতার করেছে দুই যুবককে

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল।। ধর্ষণের অভিযোগে তেলিয়ামুড়া থানার পুলিশ গ্রেফতার করেছে দুই যুবককে। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানিয়েছেন, চলতি মাসের ১৯ তাারীখ তেলিয়ামুড়া থানা এলাকার খাসিয়ামঙ্গল এলাকা থেকে ২১ বছর বয়সি যুবতীকে মেলায় যাবার নাম করে বাড়ি থেকে বের করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানা এলাকার ওয়াক্সি মলসম এলাকার দুই যুবক যথাক্রমে বিশ্বজিৎ দেববর্মা (২৪) এবং অমৃত দেববর্মা (২০)।

ওই যুবতীকে বাড়ি থেকে মেলায় যাবার নাম করে ডেকে এনে নির্জন জায়গা দেখে যুবতীকে ধর্ষণ করে এবং যুবতীকে প্রাণনাশের হুমকি দেয় যাতে এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু না জানায়। তাদের কথা মতো ধর্ষিতা এতদিন ঘটনা চেপে রাখলেও বুধবার ধর্ষিতার পরিবারের লোকজনদের বিষয়টি সম্পর্কে অবগত করে। তারা ঘটনা জানতে পেরে মেয়েকে নিয়ে বুধবার তেলিয়ামুড়া থানার শরণাপন্ন হয় এবং মৌখিকভাবে অভিযোগ জানায় ওই দুই যুবকের বিরুদ্ধে।

পুলিশ মৌখিক অভিযোগ পেয়ে অতি তৎপরতার সাথে বিশ্বজিৎ এবং অমৃত’কে পাকড়াও করতে ময়দানে তৎপর হয়। এরমধ্যে বিশ্বজিৎ’কে তেলিয়ামুড়া থানার পুলিশ অম্পি এলাকা থেকে এবং অমিতকে তার নিজ বাড়ি থেকে পাকড়াও করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি ধর্ষণের মামলা গ্রহণ করে। তেলিয়ামুড়া থানায় মামলা নম্বর ৪৩/২০২২। তেলিয়ামুড়া থানার পুলিশ ১৪৩-৩৭৬(ডি)/৫০৬/আইপিসি ধারা মূলে মামলা গ্রহণ করেছে। এই তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *