হঠাৎই স্তব্ধ হয়ে গেল হরবোলা শংকরের আওয়াজ, শোকাহত শহরের একাংশ মানুষ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ এপ্রিল।। দীর্ঘ কয়েক বছর ধরেই আপনারা হয়তো আগরতলা শহরের অলিতে গলিতে একজন হরবোলা মানুষকে দেখতে পেতেন। যারা এই হরবোলাকে চিনতেন তারা হয়তো আজ এই খবরে মর্মাহত হবেন। এই হরবোলা মানুষটির নাম আসলে শংকর।

আগরতলা শহরের অলিতে গলিতে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ, পশুর আওয়াজ করেই মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করত শংকর। সারা গায়ে কাঁদা মেখে মানুষকে এভাবেই আনন্দ দিত সে। মানুষকে আনন্দ দেওয়ার মাধ্যমেই সে নিজের সংসার চালাতো। এটাই ছিল তাঁর পয়সা উপার্জনের মাধ্যম। সে কিন্তু ভিখারী নয় এক ধরনের শিল্পী ছিল। আগামী দিন গুলিতে সেই শিল্পীর আওয়াজ আর আমরা শহরের রাস্তায় বা অলিতে-গলিতে শুনতে পাবো না। হঠাৎই স্তব্ধ হয়ে গেছে হরবোলা শংকরের আওয়াজ।

বুধবার সকাল আনুমানিক ১০টা নাগাদ এম.বি.বি ক্লাব সংলগ্ন শনি মন্দিরের উল্টো দিকে একটি চায়ের দোকানের সামনে এসে বসে পড়ে এবং একটু পরেই শেষ নিশ্বাস ত্যাগ করে শংকর। এলাকাবাসীরা ধারণা করছে অতি গরমেই হয়তো তার মৃত্যু হয়েছে। রাজধানীর এমবিবি ক্লাবের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় বিভিন্ন মহল আজ শোকাহত। অসাধারণ প্রতীভা ছিল মানুষটির। তবে এই প্রতিভার প্রতিফলন আগামী দিনগুলিতে আর পরিলক্ষিত হবে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *