স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৭ এপ্রিল।। বিডিওর বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ নিয়ে রাস্তায় নামলেন মহিলারা। ঘটনা ধনিরামপুর ভিলেজে।
সংবাদে প্রকাশ, একমাস ধরে সাধারণ মানুষ জলের অভাবে ভুগছেন। আর এই সংকট থেকে রক্ষা পেতে বুধবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত সোনামুড়া-বক্সনগর মূল সড়ক রাস্তা অবরোধ করে রাখে ধনিরামপুর ভিলেজের মানুষ। তাদের অভিযোগ আগেও রাস্তা সারাই করে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি খেলাপ করেছেন বক্সনগর বিডিও। তাই তারা বিডিও’র কথায় বিশ্বাস করেন না। পরে নেতারা এসে কোনও রকমভাবে মহিলাদের বুঝিয়ে আন্দোলন থেকে সরিয়ে আনেন।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় দাবি আদায়ের একমাত্র মাধ্যম হিসাবে অবরোধ সংগঠিত করা হচ্ছে। তাতে জনগণ যেমন হয়রানির শিকার হন তেমনি প্রশাসনকেও দৌড়ঝাঁপ করতে হয়। এই অবরোধ এর ট্রেডিশান আর কতদিন চলবে, প্রশ্ন তুলেছেন জনগণ।