La Liga: লা লিগায় অ্যাথলেতিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা

অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। লা লিগায় দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। অ্যাথলেতিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান জায়ান্টরা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ৩৭তম মিনিটে এগিয়ে যায় বার্সা। জটলার মধ্যে জেরার্ড পিকের হেড বাধা পায় ক্রসবারে।

সেই বলে হাফ-ভলিতে জাল খুঁজে নেন পিয়েরে-এমেরিক অউবামেয়াং। এ নিয়ে বার্সার হয়ে গত তিন ম্যাচে পাঁচ গোল করলেন আর্সেনালের সাবেক ‍স্ট্রাইকার।৭৩তম মিনিটে কোনাকুটি শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ওসমানে দেম্বেলে।

শেষ মুহূর্তে আরও দুই গোল পায় জাভির শিষ্যরা। ৯০তম মিনিটে লুক ডি ইয়ংয়ের পর অতিরিক্ত সময়ে জালের দেখা পান মেমফিস ডিপাই। শেষ দুই গোলে অ্যাসিস্ট করেন দেম্বেলে। এই তিন গোলদাতা মাঠে নামেন বদলি হিসেবে।চলতি মৌসুমে বার্সার হয়ে সবচেয়ে বেশি ৯ গোল করেছেন ডিপাই।

৬ গোল নিয়ে পরের স্থানে ডি ইয়ং। এরপরেই অউবামেয়াংয়ের অবস্থান। ফেব্রুয়ারিতে ক্যাম্প ন্যুয়ে আসেন তিনি।গত ১২ ডিসেম্বর থেকে লিগে এখনো অপরাজিত বার্সেলোনা্। পয়েন্ট তালিকাতেও চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদদে টপকে চারে উঠে এসেছে জাভির দল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *