স্কুলের ডাইনিং হলে বসে পরীক্ষা দিতে হচ্ছে CBSE পরিচালিত মাধ্যমিক পরীক্ষা

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৭ এপ্রিল।। নতুন দিশায় ডাইনিং হলে CBSE পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। বুধবার থেকে শুরু হয়েছে CBSE পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। দক্ষিণ জেলা, পশ্চিম জেলা, গোমতী জেলা এমনকি সিপাহিজলা জেলার পরীক্ষার্থীদের সিট পড়েছে উদয়পুর জওহরনগর নবোদয় বিদ্যালয়ে।

অভিভাবকদের অভিযোগ এত দূরে পরীক্ষা সেন্টার করায় অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এমনকি স্কুলের ডাইনিং হলে বসে পরীক্ষা দিতে হচ্ছে অনেককে। পরীক্ষা কেন্দ্রের পাখা চলে না। গরমে অস্বস্তিকর অবস্থা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *