দুর্ঘটনায় গুরুতর আহত জওয়ান, বিশালগড় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ এপ্রিল।। আবারো বিশালগড় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ উঠল। ঘটনা মঙ্গলবার রাতে বিশালগড় মহাকুমা হাসপাতালের। জানা যায়, মঙ্গলবার রাতে সেকেরকোট বাজারে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় শচীন্দ্র দেববর্মা নামে এক জওয়ান। পরবর্তী সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিশালগড়‌ দমকল বিভাগের কর্মীরা আহত ব্যাক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

প্রাথমিক চিকিৎসার পর অবস্থা সুবিধাজনক না হওয়া সত্ত্বেও বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসকরা আহত ব্যক্তিকে বাড়ির লোক না থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য শহরের কোন হাসপাতালে রেফার করেন নি। প্রায় দেড় থেকে দুই ঘন্টা আহত ব্যক্তি বিশালগড় মহকুমা হাসপাতালে পড়েছিলেন। অভিযোগ দুর্ঘটনাগ্রস্ত টি.এস.আর জওয়ানের ফোনে যখন তার বাড়ির লোককে দুর্ঘটনার কথা জানানো হয় তখন বাড়ির লোকেরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে আহত জওয়ানকে রাজধানীতে রেফার করে দেওয়া হোক যেন জওয়ানের চিকিৎসায় বিলম্ব না ঘটে।

রাজধানীর কোন হাসপাতালে রেফার করা হবে তা জানালে বাড়ির লোকেরা সরাসরি ওই হাসপাতালে পৌঁছে যাবেন। কিন্তু হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এটা মানতে নারাজ। তিনি বলেন বাড়ির লোক যদি সামনে উপস্থিত না থাকেন তবে ওনারা এ ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। পরে টি.এস.আর প্রথম ব্যাটেলিয়ানের অন্য জওয়ানরা এলে তারপরেই তাকে রাজধানীতে রেফার করা হয়। প্রশ্ন উঠছে বহি রাজ্যের বা বহুদূরের কোন ব্যাক্তি যদি দুর্ঘটনাগ্রস্ত হয়ে হাসপাতালে আসে তাহলে কি তার পরিবারের লোক আসা পর্যন্ত তাকে বিনা চিকিৎসায় হাসপাতালে পরে থেকে জীবন দিতে হবে?

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *