ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও মাদ্রাসা আলিম’র পরীক্ষা শান্তিপূর্ণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ এপ্রিল।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক (নতুন সিলেবাস) পরীক্ষার আজ ছিল সোস্যাল সায়েন্স (হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স) এবং সোস্যাল সায়েন্স (ইকোনমিক ও জিওগ্রাফি), মাদ্রাসা আলিম (নতুন সিলেবাস) সোস্যাল সায়েন্স, (হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স) এবং সোস্যাল সায়েন্স (ইকোনমিক ও জিওগ্রাফি) বিষয়ের পরীক্ষা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে রাজ্যের মোট ৭৭টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সবকয়টি পরীক্ষাকেন্দ্রের অবস্থা শান্তপূর্ণ ছিল।

আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্য কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করার সংবাদ পাওয়া যায়নি। আজ মাধ্যমিক নতুন সিলেবাসের সোস্যাল সায়েন্স (হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স) এবং সোস্যাল সায়েন্স (ইকোনমিক ও জিওগ্রাফি) ও মাদ্রাসা আলিম নতুন সিলেবাসের সোস্যাল সায়েন্স (হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স) এবং সোস্যাল সায়েন্স (ইকোনমিক ও জিওগ্রাফি) পরীক্ষায় ৪৩২৯৪ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ছাত্র ২০৭৮৭ জন এবং ছাত্রী ২২৫০৭ জন। সারা রাজ্যে পরীক্ষায় বসেছিল ৪২১৮৯ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ২০৩৭০ জন ও ছাত্রী ২১৮১৯ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪১৭ জন ছাত্র ও ৬৮৮ জন ছাত্রী। ছাত্রছাত্রীর উপস্থিতির শতকরা হার ৯৮.২১।

আজকের পরীক্ষায় পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা মহারাণী তুলসীবর্তী বালিকা বিদ্যালয়, রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মহাত্মা গান্ধী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও রেশমবাগান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন। উপসচিব শুভাশিস চৌধুরী গর্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কীরিট বিক্রম ইন্সটইটিউশন, রমেশ উচ্চতর বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *