অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ভলোদিমির জেলেনস্কির মতো একজন কৌতুক অভিনেতাকে প্রেসিডেন্ট নির্বাচিত করায় ইউক্রেনের জনগণকে উপহাস করেছেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জেলেনস্কির জনগণ তাদের আশা-ভরসা একজন কমেডিয়ানের হাতে সঁপে দিয়েছিল।’ বলসোনারো রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে অস্বীকার করে বিতর্কিত এই রাষ্ট্রপ্রধান বলেন, ব্রাজিল এই সংঘাতে ‘নিরপেক্ষ’ থাকবে।
ব্রাজিল এবং রাশিয়া ‘কার্যত ভাই ভাই’।তিনি বলেন, ‘আমরা পক্ষ নেবো না, আমরা নিরপেক্ষ থাকবো এবং যা কিছু দিয়ে সম্ভব সাহায্য করবো।’ বলসোনারো আরও বলেন, ‘ইউক্রেনের জনগণের একটি বড় অংশ রুশ ভাষায় কথা বলে।’
করোনাকালে লকডাউন না দেওয়া এবং বিধিনিষেধ আরোপে অনাগ্রহের কারণে ব্রাজিলে ব্যাপক প্রাণহানির জন্য পুরোটা সময় আলোচনায় ছিলেন বলসোনারো।