অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ইউক্রেনের জাতীয় জীবনে আগামী ২৪ ঘণ্টা ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে টেলিফোনে জেলেনস্কি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
জনসনকে টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আগামী ২৪ ঘণ্টা ‘খুবই গুরুত্বপূর্ণ’। কেননা, ইউক্রেনজুড়ে এখনো লড়াই চলছে।ব্রিটিশ সরকারের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে জেলেনস্কি যে বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন।
জনসন ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রী পাঠানোর নিশ্চয়তা দিয়ে বলেছেন, এর জন্য যা করা দরকার যুক্তরাজ্য ও তার মিত্ররা তা করবে। এদিকে সোমবার বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনার কথা রয়েছে।
তবে এই আলোচনা নিয়ে তেমনটা আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট। অবশ্য সংক্ষিপ্ত টেলিভিশন বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘আমি সবসময়ের মতো অকপটে বলবো- এই বৈঠক থেকে যে ফলাফল আসবে সত্যিই তা বিশ্বাস করি না। তবে তাদের চেষ্টা করতে দিন।’
‘ইউক্রেনের কোনো নাগরিকের যেন সন্দেহ না থাকে যে, যুদ্ধ থামাতে আমি প্রেসিডেন্ট হিসেবে ছোট কোনো সুযোগ কাজে লাগানোর চেষ্টা করিনি’ যোগ করেন তিনি। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে নতুন করে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। কিছুটা শান্ত থাকার পর সোমবার সকালে ফের বিস্ফোরণের শব্দ শোনা যায়।