স্টাফ রিপোর্টার, কমলপুর, ২৫ এপ্রিল।। কমলপুরের পশ্চিমলাম্বুছড়ায় ৮ থেকে ৯ বছর ধরে দাবি জানানো হচ্ছে বেহাল রাস্তা সংস্কারের জন্য। কিন্তু প্রশাসন মানুষের দাবি মতো রাস্তা সংস্কার করেনি। একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীর অবরোধে শামিল হন।
এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এবং আন্দোলনকারীদের সাথে কথা বলে অবরোধ আন্দোলন প্রত্যাহারে সফল হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ওই সড়কে চলাচল করা অসম্ভব হয়ে উঠেছে। তারমধ্যে কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। তাই কোন উপায় না পেয়ে অবরোধ আন্দোলনের দিকেই হাটল এলাকাবাসী।