স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৩ এপ্রিল।। শনিবার বিকাল পাঁচটা পাঁচ মিনিটে উদয়পুর জগন্নাথ দিঘির পশ্চিম মধ্য পাড়ে জে সি বি দ্বারা সংস্কার করার সময় বিষ্ণু মূর্তি উদ্ধার ঘিরে কৌতূহল সৃষ্টি হয়েছে উদয়পুর শহর ও শহরতলির জনগনের মধ্যে । উদয়পুর জগন্নাথ দিঘি এলাকায় আবারো খনন কাজ চালানোর সময় উদ্ধার ৫ শতাধিক বছরের পুরনো একটি বিষ্ণুমূর্তি।
জগন্নাথ দিঘি তত্ত্ব ভিলা সংলগ্ন স্থানে উদ্ধার হয় রাজন্য আমলের এই মূর্তি। পরপর দুইবার রাজন্য আমলের মূর্তি খননকার্যের সময় উঠে আসে শ্রমিকদের মাধ্যমে। জানা যায়, বর্তমানে সংস্কারের কাজ চালানো হচ্ছে দিঘিতে। আর কাজ করার সময় উদ্ধার হয় ঐ অতিমূল্যবান মূর্তি। বর্তমানে এই মুর্তিকে রাখা হবে জগন্নাথ বাড়ি সংলগ্ন রবীন্দ্র সংঘে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জেলাশাসকের দপ্তরে এবং প্রত্নতাত্ত্বিক বিভাগে খবর পাঠানো হয়েছে। মূর্তি উদ্ধারের খবর এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই শনিবার কৌতুহলী মানুষ ভিড় জমায় জগন্নাথ দিঘির পাড়ে।