সিনেমা হলে তর্কে জড়িয়ে গুলিবিদ্ধ এক যুবক

অনলাইন ডেস্ক, ২৩ এপ্রিল।।কেজিএফ চ্যাপ্টার-২’ সিনেমা নিয়ে ভারতে চলছে তুমুল উত্তেজনা। ইতিমধ্যেই ভারতীয় সিনেমার সব রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। এবার ছবিটি দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন কর্ণাটকের বসন্ত কুমার নামে এক যুবক। সিনেমা হলে তর্কে জড়িয়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, ঘটনার দিন কর্ণাটকের রাজশ্রী সিনেমা হলে ‘কেজিএফ: চ্যাপটার টু’ দেখতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী ওই যুবক। সেখানে সামনের আসনে পা রাখাকে কেন্দ্র করে অপর এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান তিনি। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় তুমুল ঝগড়া। তারপরই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যায় আক্রমণকারী। কিন্তু কিছুক্ষণ পরই যে সেটি মর্মান্তিক রূপ নেবে তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি।

সিনেমা হল ছাড়ার কিছুক্ষণ পরই পুনরায় সেখানে ফিরে আসে আক্রমণকারী। আচমকাই পিস্তল বের করে বসন্তের দিকে তাক করে গুলি চালায় সে। বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায় আক্রমণকারী।

এদিকে এ ঘটনার সঙ্গে সঙ্গেই যুবককে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আপাতত তিনি বিপদমুক্ত। স্থানীয় পুলিশ আক্রমণকারীর সন্ধান চালাচ্ছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। ছবিতে ‘রকিং স্টার’ যশ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। ভারতীয় বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে সিনেমাটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *