কৃষি ও কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় : সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, পেঁচারথল, ২২ এপ্রিল।। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে গত ২০ এপ্রিল পেঁচারথল ব্লকের কমিউনিটি হলে কুমারঘাট কৃষি মহকুমার উদ্যোগে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, নগরোন্নয়ন মন্ত্রী সান্ত্বনা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ওয়াটার শেড ডেভেলপমেন্ট কমিটির অন্তর্গত প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা ২০ নিয়ে কৃষকদের সাথে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজাদি কা অমৃত মহোৎসবের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, আমাদের দেশ হলো কৃষি প্রধান। কৃষির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আমাদের দেশের অর্থনীতি। তাই কৃষি ও কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়। সেজন্য কৃষিক্ষেত্রকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে কেন্দ্রীয় ও রাজ্যের বর্তমান সরকার। কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার থেকে। এর থেকে সুবিধা নিতে প্রকল্পগুলি সম্পর্কে জানতে অনুরোধ করেছেন মন্ত্রী শ্রীমতি চাকমা। তিনি বলেন, জমি থেকে ভালো ফসল পেতে গেলে জমির উর্বরতা রক্ষার দিকে বেশি জোর দিতে হবে। এজন্য ভূমি ও জল সংরক্ষণের দিকে কৃষকদের গুরুত্ব দিতে হবে। এছাড়া মাটি পরীক্ষা করে জানতে হবে মাটিতে কোন ফসল করতে হবে। তবেই আসবে সাফল্য। অনুষ্ঠানে সভাধিপতি অমলেন্দু দাস বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করতে যে সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে তা সঠিকভাবে কৃষকের পরিবারে পৌঁছে দিতে হবে। এখন কৃষকরা সহজেই কৃষি সরঞ্জাম, উন্নত বীজ পেয়ে যাচ্ছেন। কৃষকদের জমি পরীক্ষা করার ব্যবস্থাও সহজেই করা হচ্ছে। সরকার সহায়ক মুলো ধান ক্রয় করছে। এতে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন৷ এটাই পরিবর্তন, এটাই প্রকৃত উন্নয়ন, যা আগে ভাবা যেতো না। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের উপঅধিকর্তা ড. মলয় কান্তি রায়, পেঁচারথল ব্লকের অতিরিক্ত বিডিও নৃপেন্দ্ৰ দেববর্মা, সমাজসেবী দেবাশীষ দাস। স্বাগত বক্তব্য রাখেন উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপঅধিকর্তা শ্রীনাথ বৈদ্য। সভাপতিত্ব করেন পেঁচারথল বিএসির চেয়ারম্যান সজল চাকমা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত হয় টেকনিক্যাল সেশন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *