OAS: ‘দ্রুততার সাথে’ রাশিয়ার পর্যবেক্ষকের পদ বাতিল করা হলো

অনলাইন ডেস্ক,২২ এপ্রিল।। ইউক্রেন ইস্যুতে আমেরিকান রাষ্ট্রগুলোর সংগঠনের (ওএএস) স্থায়ী পর্যবেক্ষক হিসেবে রাশিয়ার পদ স্থগিত করা হয়েছে। ইউক্রেন থেকে মস্কো সৈন্য প্রত্যাহার ও ‘শত্রুতা’ বন্ধ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। খবর এএফপি’র।

আঞ্চলিক সংগঠনটির নির্বাহী কমিটি স্থায়ী পরিষদ সক্রিয় ৩৪ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ২৫ ভোট পড়ায় রাশিয়ার পদ স্থগিত করা হয়। এ প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। তবে, আটটি সদস্য দেশ ভোটদানে বিরত থাকে।

ওএএস জানায়, ‘দ্রুততার সাথে’ রাশিয়ার পর্যবেক্ষকের পদ বাতিল করা হলো। মস্কো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনের সীমান্ত থেকে তাদের সামরিক বাহিনী ও সরঞ্জামাদি প্রত্যাহার এবং দেশটির সরকারের শত্রুতা বন্ধ করা ও সংলাপ এবং কূটনীতির পথে ফিরে না আসা পর্যন্ত এ পদক্ষেপ কার্যকর থাকবে।’

প্রস্তাবে বলা হয়, মস্কো এসব শর্ত পূরণ করলে এ পদে ফের বহাল হতে পারবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণকে স্বাগত জানাচ্ছে। ওএএসের আজকের পদক্ষেপ ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।’

ব্লিনকেন বলেন, ‘আমেরিকাসের অধিকাংশ দেশ রাশিয়ার বিবেকবর্জিত যুদ্ধ বন্ধে, তাদের দেশের সৈন্য প্রত্যাহারে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ক্রেমলিনের প্রতি আহ্বান জানিয়েছে।’

রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রশ্নে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে ইতিমধ্যে রাশিয়াকে বাদ দেয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *