কয়লা খনিতে ধসের জেরে আটকে পড়লে একাধিক শ্রমিক

অনলাইন ডেস্ক,২১ এপ্রিল।। কয়লা খনিতে ধসের জেরে আটকে পড়লে একাধিক শ্রমিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে।

সূত্র মারফত খবর, পরিত্যক্ত কয়লার গর্তে অবৈধ খনন চলছিল। সেইসময়ে হঠাতই ধস নামার জেরে ১২ জন আটকে যান। প্রায় ৫০ ফুট জমি ধসে গেছে বলে খবর। উদ্ধারকার্য চলছে। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন।

প্রসঙ্গত, এই এলাকায় প্রায়ই এমন ঘটনা ঘটছে। ডুমরিজোরে রাস্তাটিও প্রায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত ভেঙে পড়েছে। এর পরেই এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। এই রাস্তাটি মূলত অনেক গ্রামকে সংযুক্ত করে। সম্প্রতি নিরসা থানা এলাকার কাপাসারা আউটসোর্সিং-এর শ্রমিকরা কয়লা খননের জন্য খনিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই খনিটি ধসে পড়ে, এতে ২ এর আগেও নিরসা এলাকার কপাশারা ওসিপি, গোপীনাথপুর ওসিপি, দহিবাড়িতে অবৈধ খননের সময় ধস নামার জেরে কয়েক ডজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তার পরেও বেআইনি কয়লা খাদান বন্ধে চেষ্টার কসুর করছে না পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *