অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল।।করোনা ফের আতঙ্ক বাড়িয়ে তুলছে। করোনা প্রথম ও দ্বিতীয় ওয়েভের সময় মাত্রাছাড়াভাবে করোনার বাড়-বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। এবার ফের করোনা সংক্রমণ হার বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে আক্রান্তদের উপর নজরদারি ও সংক্রমণ আটকাতে কনটেনমেন্ট জোন ঘোষণা মতো পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই দিল্লিতে করোনা সংক্রমণ উর্ধমুখী। গতকালই লখনউতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রের তরফে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র ও মিজোরামকে করোনা সতর্ক করা হয়েছে। সতর্ক করা ছাড়াও টিকাকরণে জোর দেওয়া হয়েছে। যাদের করোনা টিকাকরণ দুটি ডোজ দেওয়া হয়েছে, যাতে তারা প্রিকওশন ডোজ নেন।
দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, মিজোরামকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ কেন্দ্রের পাঁচ দফা করোনা নিয়ন্ত্রণ পদ্ধতি ও টিকাকরণ, করোনা বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন।
গত ২ সপ্তাহে রাজধানীতে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। দিল্লির সঙ্গে পাল্লা দেওয়া শুরু করেছে আরও একাধিক রাজ্য। যার জেরে দীর্ঘদিন বাদে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা বেড়ে ২ হাজারেরও উপরে চলে গিয়েছে। আরও চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। ২০ ফেব্রুয়ারির পর রাজধানীতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে।