স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৯ এপ্রিল।। ঊনকোটি জেলাভিত্তিক ড. বি আর আম্বেদকরের ১৩২তম জন্মজয়ন্তী উদযাপন ও আলোচনাচক্র আজ কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস। সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস।
অনুষ্ঠানের উদ্বোধন করে জিলা পরিষদের সভাধপতি অমলেন্দু দাস বলেন, সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকর অস্পৃশ্যতা, জাতপাত ও দারিদ্র্যতার বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছেন। যতদিন আমাদের সংবিধান থাকবে ততদিন আম্বেদকর আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন। অনুষ্ঠানে বিধায়ক সুধাংশু দাস বলেন, আধুনিক ভারতের রূপকার ছিলেন ড. বি আর আম্বেদকর। তার দেখানো পথেই জাতিভেদের উর্ধ্বে উঠে আত্মনির্ভর ভারত গঠনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সদস্য শুভেন্দু দাস ও পম্পা মালাকার, কুমারঘাট পুরপরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, কুমারঘাট পুরপরিষদের তপশিলি জাতি সাবকমিটির চেয়ারম্যান কার্তিক দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির তপশিলি জাতি সাবকমিটির চেয়ারম্যান দেবাশিস মালাকার, পেঁচারথল ব্লক তপশিলি জাতি সাবকমিটির চেয়ারম্যান দেবাশিস দাস,
কৈলাসহর পুরপরিষদের তপশিলি জাতি সাবকমিটির চেয়ারম্যান শ্যামল দাস প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় ড. বি আর আম্বেদকরের জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতা। জেলাভিত্তিক ড. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বসে আঁকো, প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।