স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৯ এপ্রিল।। দাবি পূরণ না হওয়ায় জাতীয় সড়ক অবরোধ করলেন রিয়াং শরণার্থীরা।
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি মোতাবেক বিভিন্ন দাবি পূরণ হয়নি বলে অভিযোগ রিয়াং শরণার্থীদের। এই অভিযোগে মঙ্গলবার সকালে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করা হয়।
প্রশাসনিক কর্তারা গিয়ে কথা বলার পর ৪ ঘণ্টার অবরোধ প্রত্যাহার হয়। প্রসঙ্গত, আমবাসা মহকুমা এলাকায় কিছু রিয়াং পরিবারকে পুনর্বাসন দেয়া হয়েছিল। কিন্তু তাদের সাথে যেই চুক্তি হয়েছিল সে মোতাবেক সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলে অভিযোগ।
প্রতিশ্রুতি মোতাবেক কিছু দাবি দাওয়া পুরন করা হয়নি। তাই এদিন তারা জাতীয় সড়ক অবরোধ করেন। পারে প্রশাসনের আধিকারিকরা গিয়া আশ্বাস দেন যে তাদের দাবি পুরন করা হবে, তারপর অবরোধ তুলে নেয়া হয়েছে।