পাক প্রধানমন্ত্রীর সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবেন মোদী

অনলাইন ডেস্ক,১৯ এপ্রিল।। সদ্য পাক প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন নবাব শরিফের ভাই, দক্ষ প্রশাসক ৭০ বছর বয়সী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী ১৭ তারিখ উজবেকিস্তানের তাসখন্দে এসসিও সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা হতে পারে। একান্তে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফের বসার পরই তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের উদ্দেশেও শাহবাজ শরিফ গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে বলেছিলেন, দুই দেশের মধ্যে বেকারত্ব, রোজগার, উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানে দুই দেশের একযোগে কাজ করা উচিৎ। তবে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের কারণে আলোচনায় সমস্যায় হচ্ছে বলেই জানিয়েছিলেন নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সূত্রের খবর, জুলাই মাসে তাসখন্দে সাংহাই কো-অপারেশন যে সম্মেলন রয়েছে, সেখানেই দুই রাষ্ট্র প্রধানের এই বৈঠক হতে পারে। পাকিস্তানের কাটাস মন্দিরে যাওয়ার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখান থেকে মোদিকে সঙ্গে নিয়ে ইসলামাবাদে যাবেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হয়েছেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। ব্যবসা সংগঠনের নেতৃত্ব, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব, বিরোধী দলীয় নেতার ভূমিকার পর কঠিন এক সময়ে সরকার প্রধান হলেন তিনি৷ শাহবাজ শরিফ রাজনীতিতে যোগ দেন আশির দশকে।

তিনি তিন দফায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

রাজনৈতিক অস্থির পরিস্থিতি ও আইনি জটিলতার মধ্যেই ২০১৮ সালের জুলাইয়ে শাহবাজ শরিফ তার দলের নির্বাচনী তফসিল উপস্থাপন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *