অনলাইন ডেস্ক,১৯ এপ্রিল।। ইপিএলে নরউইচ সিটির বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে সমালোচকদের জবাব দেওয়ার দুদিন পরই ক্রিশ্চিয়ানো রোনালদোর পারিবারিক জীবনে নেমে এল বিষাদের ছায়া। জন্মানোর পরই ছেলেকে হারালেন এই সেরা ফুটবলার।
সোমবার নেট মাধ্যমে রোনালদো জানিয়েছেন, তার যমজ সন্তানের একজনের মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ামাত্রই গোটা বিশ্বে তার সমর্থকরাও ব্যথিত।
সোমবার রোনালদো টুইটারে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ছেলে আর বেঁচে নেই। যে কোনো বাবা-মায়ের কাছেই এটা সবচেয়ে বড় দুঃখ। জীবিত একমাত্র মেয়ে সন্তান এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি। আমাদের পাশে থাকা এবং খেয়াল রাখার জন্য সকল চিকিৎসক এবং নার্সকে ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে বিধ্বস্ত। এই কঠিন সময়ে সবার থেকে গোপনীয়তা আশা করি।’
— Cristiano Ronaldo (@Cristiano) April 18, 2022
গত অক্টোবরেই রোনাল্ডো এবং তার বান্ধবী জিওর্জিনা রদ্রিগেস ঘোষণা করেছিলেন, তাদের যমজ সন্তান হতে চলেছে। এমনকি তার ডাক্তারি রিপোর্টের ছবিও প্রকাশ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার। সেই যমজ সন্তানেরই একজন মারা গেল।