বেনজেমার শেষ মুহূর্তের গোলে অবিশ্বাস্য জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। করিম বেনজেমার শেষ মুহূর্তের গোলে সেভিয়ার বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় সেভিয়া। ২১তম মিনিটে ফ্রি-কিক থেকে জাল খুঁজে নেন ইভান রাকিতিচ। এর চার মিনিট পর গোলপোস্টের খুব কাছ থেকে দলের ব্যবধান বাড়ান এরিক লামেলা।

দ্বিতীয়ার্ধে ফিরেই গোলের দেখা পায় রিয়াল। বদলি হিসেবে মাঠে নামা রদ্রিগো ৫০তম মিনিটে একটি গোল শোধ দেন। স্প্যানিশ জায়ান্টরা সমতায় ফেরে ৮২তম মিনিটে। বদলি হিসেবে নামা আরেক খেলোয়াড় নাচো স্বস্তি ফেরান কার্লো আনচেলত্তির শিষ্যদের মনে। দুটি গোলেই অ্যাসিস্ট করেন ডিফেন্ডার দানি কারভাহাল।

রেফারি যখন শেষ বাজি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন তখনই সেভিয়া সমর্থকদের বিষাদে ভাসান বেনজেমা। অতিরিক্ত দ্বিতীয় মিনিটে রদ্রিগোর পাসে রিয়ালকে জয়সূচক গোল এনে দেন ফরাসি ফরোয়ার্ড। সাম্প্রতিক সময়ে আরেকবার ব্লাঙ্কোসদের জয়ের নায়ক হলেন চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বেনজেমা।

এই জয়ে লা লিগা শিরোপার খুব কাছাকাছি চলে এলো আনচেলত্তির দল। ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। যেখানে দুইয়ে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান ১৫ পয়েন্ট। লিগে রিয়ালের ম্যাচ বাকি আছে আর ছয়টি। ৩২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *