প্রকাশ্যে দিবালোকে ছয় লক্ষ টাকা ছিনতাই, তেলিয়ামুড়ায় ব্যাপক চাঞ্চল্য

 

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল।। প্রকাশ্যে দিবালোকে ছয় লক্ষ টাকা ছিনতাই। ঘটনা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখার কাছে। উত্তর মহারানীপুর এলাকার বাসীন্দা প্রকাশ দেববর্মার নিকটাত্মীয় গীতা রানী দেববর্মার সেভিংস একাউন্ট থেকে টাকা তোলার জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখায় আসে।

সোমবার সকাল দশটা চব্বিশ মিনিট নাগাদ প্রকাশ সেভিংস একাউন্ট থেকে ছয় লক্ষ টাকা তুলেন। ওই সময় এক অপরিচিত যুবক প্রকাশ দেববর্মার উপর নজর রাখছিল। পরে প্রকাশ দেববর্মা ছয় লক্ষ টাকা ভর্তি ব্যাগটি টিআর০১এই১৭১০ নম্বরের বলেরু পিকআপ গাড়িতে এনে রাখে। অভিযোগ ওই সময়ই অপরিচিত এক যুবক প্রকাশ দেববর্মার উপর কিছু স্প্রে করে।

পরবর্তী সময়ে প্রকাশ পুরাতন টি আর টি সি এলাকার পার্শ্ববর্তী এক হার্ড ওয়ার্স এর দোকান থেকে লোহার রড সিমেন্ট ক্রয় করে।ফের ওই অপরিচিত যুবকটি দ্বিতীয়বার প্রকাশের উপর স্প্রে করে। এতে প্রকাশ দেববর্মার সমগ্র শরীর চুলকাতে শুরু করে। তৎক্ষণাৎ প্রকাশ নিজ গাড়ির মধ্যে টাকা ভর্তি ব্যাগটি রেখে জলের বোতল নিয়ে হাত মুখ পরিষ্কার করার জন্য ব্যাস্ত হয়ে পরে। এই সুযোগে অপরিচিত যুবকটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়।

ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়। তড়িঘড়ি তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মন টিএসআর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ প্রকাশ যে হার্ডওয়ার্স এর দোকান থেকে রড, সিমেন্ট ক্রয় করেছিল সেই দোকানের কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

পরবর্তী সময় থানার ওসি ছুটে যান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তেলিয়ামুড়া শাখায়। সেখানেও ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। কিন্তু পুলিশ ওই ছিনতাইবাজকে পাকড়াও করতে ব্যর্থ। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *