অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। পঞ্জাবের রূপনগরে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির ১৬টি বগি। রবিবার রাতের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের চারটি খুঁটিও। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন, ফলে সোমবার বেশ কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়। ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্মীরা।
রেল সূত্রের খবর, রবিবার রাতে রোপারের গুরু গোবিন্দ সিং সুপার থার্মাল প্লান্ট থেকে আসছিল মালগাড়িটি, রাতের অন্ধকারে কোটলা নিহাঙ গ্রামের কাছে অনেকগুলি ষাঁড় ও গরু রেললাইন অতিক্রম করছিল। তা দেখে আচমকাই ব্রেক কষেন মালগাড়ির চালক। মুহূর্তের মধ্যেই মালগাড়ির ১৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
আম্বালার ডিআরএম জানিয়েছেন, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে কয়েকটি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন সোমবার বাতিল করা হয়েছে। রেল সূত্রের খবর, ৫৬টি ওয়াগনের মধ্যে ১৬টি লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বিদ্যুতের খুঁটি ও রেললাইন।