অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করলেন কিলিয়ান এমবাপ্পে। আর ফরাসি ফরোয়ার্ডকে গোল দুটি করালেন লিওনেল মেসি। শুরুতে পিছিয়ে পড়েও পিএসজি পেয়েছে সহজ জয়।
লিগ ওয়ানে অবনমন শঙ্কায় থাকা সেঁত-এতিঁয়েনকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১৬তম মিনিটে ডেনিস বউয়াঙ্গার গোলে পিছিয়ে পড়ে পিএসজি। বিরতিতে যাওয়ার আগে মেসির পাসে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পিএসজি।
এবারও মেসির অ্যাসিস্টে গোলের দেখা পান ফরাসি ফরোয়ার্ড। এরপর দানিলো পেরেইরাকে দিয়ে পিএসজির শেষ গোলটি করান এমবাপ্পে। জোড়া গোলে একটি মাইলফলকেও পা রেখেছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।
পিএসজির জার্সিতে ১৫৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচের পাশে বসলেন এমবাপ্পে। আর এই জয়ে লিগে ১৬ পয়েন্ট এগিয়ে গেল শীর্ষে থাকা পিএসজি। ২২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে সেঁত-এতিঁয়েন।