অসমের ডিব্রুগড় ও অরুণাচল প্রদেশের পাসিঘাটে দেশীয় বিমানের প্রথম বাণিজ্যিক উড়ান

অনলাইন ডেস্ক, ১২ এপ্রিল।। মেড ইন ইন্ডিয়ার পালকে ফের একটি নতুন পালক জুড়ল। জানা গিয়েছে, একেবারে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ডর্নিয়ার ২২৮ বিমানটি মঙ্গলবার তার প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে।

এই বিশেষ বিমান অরুণাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বিমান যোগাযোগ স্থাপন করবে। এটি ভারতীয় বিমান চালনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তা বলাই বাহুল্য। আধিকারিকদের মতে, দেশের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্বেও বিমান পরিষেবাকে আরও শক্তিশালী করবে এই বিমান।
১৭ আসন বিশিষ্ট ডর্নিয়ার বিমানের মাধ্যমে অরুণাচল প্রদেশের পাঁচটি শহরকে আসামের ডিব্রুগড়ের সঙ্গে যুক্ত করবে। অ্যালায়েন্স এয়ার ফেব্রুয়ারিতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) সাথে ১৭ আসন বিশিষ্ট ডর্নিয়ার ২২৮ বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অসমের ডিব্রুগড় ও অরুণাচল প্রদেশের পাসিঘাটের মধ্যে দেশীয় বিমানের প্রথম বাণিজ্যিক উড়ান হবে।

জানা গিয়েছে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খন্ডুও এই দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *