প্রথম কাজ হলো এই সংকট সামাল দেওয়া : রাজাপক্ষে

অনলাইন ডেস্ক, ১২ এপ্রিল।। চরম অর্থনৈতিক সংকটে পড়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী প্রবল আন্দোলনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে দেশবাসীকে বিক্ষোভ থামানোর আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, সংস্কারের দাবি এখন প্রথম কাজ নয়, দরকার সংকট মোকাবিলা করা।

শ্রীলঙ্কার সংবাদপত্র টাইমস জানিয়েছে, সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানিয়ে সংকট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দাবি করেছেন।

টেলিভিশনে প্রচারিত এই ভাষণে মাহিন্দা বলেন, ‘আপনারা রাস্তায় যত বিক্ষোভ করবেন, ডলার সংস্থানের ক্ষেত্রে আমাদের তত ক্ষতি হবে।’

বিক্ষোভরত দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনার যে সংস্কারের দাবি করছেন, তা করা এখন প্রথম কাজ নয়। প্রথম কাজটি হলো এই সংকট সামাল দেওয়া। ’

তিনি বলেন, ‘মহামারির পরপরই এই পরিস্থিতির মুখোমুখি পড়েছি আমরা। অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে, সেটা জানার পরও আমরা লকডাউন দিয়েছিলাম। আর সেই কারণেই আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভে পতন ঘটেছে। ’

ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া ও নিজে এখন নিজেদের প্রতিটি মুহূর্ত সংকট উত্তরণের পথ খোঁজার চেষ্টায় ব্যয় করছেন বলে জানান মাহিন্দা।

বর্তমান সংকটের জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘২০১০ সালে যুদ্ধ (তামিল টাইগারদের নির্মূল) জয়ের পর আমরা ভোটে বিজয়ী হই। আমি তখন বলেছিলাম, আপনাদের বিদ্যুৎ দেব। আমরা বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করেছিলাম।

কিন্তু পরবর্তী সরকার তা এগিয়ে নেয়নি। তারাই এই সংকটের জন্য দায়ী। ’
চলমান সংকটের সমাধান এক-দুই দিনে হবে না মন্তব্য করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বানও জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

নজির বিহীন আর্থিক সংকট দেখা দেওয়ায় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে সাধারণ মানুষের বিক্ষোভ জারি রয়েছে শ্রীলঙ্কায়। গত সপ্তাহেই আর্থিক সংকটের মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কার মন্ত্রীরা পদত্যাগ করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *