ইডির তল্লাশি অভিযানে সর্বশেষ সংযোজন হলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে

অনলাইন ডেস্ক, ১১এপ্রিল।।বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছে, সিবিআই, এনফর্সমেন্ট ডিরেক্টরেট, আয়কর বিভাগের মত বিভিন্ন সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই অভিযোগ যে ভিত্তিহীন নয় তার প্রমাণও মিলেছে।

সম্প্রতি দেখা যাচ্ছে দেশের একাধিক বিরোধী নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের ও তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই তালিকায় সর্বশেষ সংযোজন হলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার এই কংগ্রেস নেতাকে ডেকে পাঠায় ইডি। খাড়গের বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ রয়েছে।

 

উল্লেখ্য, ২০১২ সালে নিম্ন আদালতে একটি মামলা দায়ের করেছিলেন স্বামী। সেখানেই তিনি বলেন, কংগ্রেসের বেশ কয়েকজন নেতা ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক গঠিত অ্যাসোসিয়েটেড প্রেস লিমিটেডের যাবতীয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। খাড়গে ছাড়াও রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল।

এছাড়াও কংগ্রেস নেতা মতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, সাংবাদিক সুমন দুবে প্রযুক্তিবিদ শ্যাম পিত্রোদার মত ব্যক্তির নাম রয়েছে। যদিও সোনিয়া এবং রাহুল দুজনেই তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে বেশ কয়েক বছর ধরেই জাতীয় রাজনীতিতে একটা উত্তেজনা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি হাইকোর্ট এ বিষয়ে সোনিয়া ও রাহুলের জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *