অনলাইন ডেস্ক, ১১এপ্রিল।। উত্তরপ্রদেশ সরকার ও পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের ট্যুইটারে এবার হামলা চালাল হ্যাকাররা। হ্যাক করার সঙ্গে সঙ্গেই দুই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক পোস্ট করা হতে থাকে। উত্তরপ্রদেশ সরকারের ট্যুইটার অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ কয়েক মিনিটের মধ্যে ফিরে আসে। যদিও পাঞ্জাব কংগ্রেসের ট্যুইটারের নিয়ন্ত্রণ ফিরতে বেশ কিছুটা সময় লাগে।
উল্লেখ্য, দুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ট্যুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল। এমনকী, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি এবং মৌসম ভবনের ট্যুইটারেও হামলা চালিয়েছিল হ্যাকাররা।
সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন, একটি হ্যাকার গোষ্ঠী প্রতিটির সঙ্গে জড়িত। কারণ তাদের হ্যাক করার ধরণ হুবহু এক। দেখা গিয়েছে, প্রতিটি ক্ষেত্রেই টুইটার প্রোফাইলে ছবি বদলে দিয়ে কোনও কার্টুন চরিত্রকে সামনে আনা হয়েছে। তার পরেই সেখান থেকে একের পর এক ভুয়ো পোস্ট করা হয়েছে।
সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন, কড়া নজরদারিকে ফাঁকি দিয়ে হ্যাকাররা যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে তা খুবই উদ্বেগের। এই হ্যাকাররা আগামী দিনে যে দেশের প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও হ্যাক করবে না তার কোনও নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে সরকারের বহু গোপন তথ্য প্রকাশ্যে চলে আসা অসম্ভব কিছু নয়। সরকার এ বিষয়ে সতর্ক না হলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে।