অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।। দেওঘরে মর্মান্তিক রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু ৩ পর্যটকের। দুজনেই মহিলা সহ এক পর্যটকের মৃত্যু হয়েছে। আটকে ৪৮ জন পর্যটক। আহত ৮ জন। সূত্রের খবর, রবিবার বিকেলে দেওঘর জেলার ত্রিকূট পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে বলে খবর। একটি পাহাড় থেকে অন্য একটি পাহাড়ে যাওয়ার সময় দুটি ট্রলিতে মুখোমুখি ধাক্কা লাগে। এর ফলে দুই পর্যটকের মৃত্যু হয়। এর পরে থাকা ১২টি ট্রলি পর পর আটকে পড়ে ৪৮ পর্যটক। তাঁরা রাতভর ওই রোপওয়েতে ঝুলছেন।
উদ্ধারকাজে নামানো হয়েছে বায়ুসেনার কপ্টার। আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের তরফে সেনা ও আধা সামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। প্রায় ২২ ঘন্টা পানীয় জল নেই রোপওয়ের যাত্রীদের কাছে। এদিকে প্রচণ্ড বেগে ঝোড়ো বাতাসের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।
হেলিকপ্টার এক জায়গায় স্থীর থাকতে পারছে না।ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বহুদিন ধরেই চলছে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গিয়ে সেখানে পুজো দেওয়ার পাশাপাশি পাহাড়ি দৃশ্য উপভোগ করতে মানুষ রোপওয়ে ব্যবহার করে থাকে। দুর্ঘটনার সময় রোপওয়েতে প্রায় একশো যাত্রী যাতায়াত করছিলেন। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকার্য শুরু করে। পরে খবর পাওয়া ঘটনাস্থলে আসে পুলিশ। দ্রুতগতিতে শুরু হয় উদ্ধারকাজ।