কাপড় বা বাসন পত্রের দাগ-ছােপ থেকে চট জলদি রেহাই পেতে রইল ঘরোয়া কিছু টিপস

অনলাইন ডেস্ক, ১১ এপ্রিল।। গুছিয়ে সংসার করতে গেলে নিজের সঙ্গে সঙ্গে নিজের আশপাশটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। জামায় হঠাৎ দাগ লেগে গেল কিংবা বাসনের দাগ কিছুতেই উঠছে না! তাহলে কি গেল গেল রব উঠে যাবে মনের ভেতর? দাগ-ধরা জিনিস কি ফেলে দেবেন? এই সব দাগ-ছােপ থেকে চট জলদি রেহাই পেতে রইল ঘরোয়া কিছু টিপস

১. সাদা কাপড় কেমন অনুজ্জ্বল হয়ে গেছে, গরম জলে লেবুর রস মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে রাখুন। কাপড় হবে সাদা।
২. প্রেসার কুকারে কালো দাগ পড়লে, ৪ চামচ ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে দাগ চলে যাবে।
৩. ভাত রান্নার সময় জলে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিন। ভাত হবে সুস্বাদু ও ঝরঝরে।
৪. চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে এক ফোটা ভিনিগার দিয়ে কাচ পালিশ করুন।

৫. চায়ের পট বা কফি মেকার থেকে দাগ দূর করার জন্য কুসুম গরম জলে বেকিং পাউডার গুলে ঘষে নিন। দাগ চলে যাবে।
৬. কিসমিসে অনেক সময় ফাঙ্গাস ধরে যায়। ময়দা মাখিয়ে রাখলে তাতে আর ফাঙ্গাস ধরবে না। অনেকদিন ভালো থাকবে।
৭. দেওয়ালে পেরেক গাঁথার আগে পেরেকগুলো গরম জলে ডুবিয়ে নিন। এতে হাতুড়ি মারার সময় দেওয়ালের প্লাস্টার খসবে না।
৮. মোমবাতি জ্বলার সময় তাড়াতাড়ি ক্ষয়ে যাচ্ছে। ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। তাড়াতাড়ি পুড়ে যাবে না।
৯. কলমের কালি লেগে গিয়েছে শার্টে। টুথপেস্ট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

১০. এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এ জন্য ভেজানো জলে লবণ ছড়িয়ে দিন। এক কাপড়ের রং অন্য কাপড়ে লাগবে না।
১১. ফ্রিজারে বাজে গন্ধ হতে শুরু করলে একটি পাত্রে বেকিং সোডা ও জল মিশিয়ে ফ্রিজারে রেখে দিন। এতে রাতারাতি গন্ধ দূর হয়ে যাবে।
১২. পেঁয়াজ ও রসুন কাটার পর হাতে গন্ধ থেকে যায়। আলু কেটে নিয়ে হাতে ঘষুন। গন্ধ তো পালিয়ে যাবেই, ত্বকও ভালো থাকবে।
১৩. রুপোর চামচ, কাঁটা চামচ, কেটলি, প্লেট বা ফুলদানি পরিষ্কার করতে আলুর বিকল্প নেই। আলু সেদ্ধ জলে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। ব্যাস, তার পর দেখুন।
১৪. বাথরুমে শাওয়ার বন্ধ হয়ে এলে একটি পলিথিনে ভিনিগার নিয়ে তা শাওয়ারের মুখে কিছুক্ষণ বেঁধে রাখুন। দেখবেন এর পর শাওয়ার চালাবার সময় জল অনায়াসেই পড়ছে।

১৫. কাঁচের প্লেট, প্লাস্টিকের বোতলে লেগে থাকা স্টিকার কী করে তুলবেন? সুতির কাপড়, না হলে তুলােয় তেল নিয়ে লেগে থাকা স্টিকারের ওপর ঘষুন।
১৫. বেসিনে জল জমছে? জল জমা বন্ধ করতে জল বেরোনোর মুখের জালটিতে পরিমাণমতো সোডা ও লেবুর রস এক ঘণ্টা মাখিয়ে রাখুন। তার পর জল ছেড়ে দিয়ে ধুয়ে ফেলুন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *